অ্যাফিলিয়েট মার্কেটিং
অ্যাফিলিয়েট মার্কেটিং বর্তমান ডিজিটাল মার্কেটিং এর একটি জনপ্রিয় অংশ। কিন্ত তার আগে অবশ্যই আপনাকে জানতে হবে অ্যাফিলিয়েট মার্কেটিং কি ?এবং এটা কেনো করা হয় বা দরকার? তাহলে আসুন প্রথমেই জানি, অ্যাফিলিয়েট মার্কেটিং কি?
অ্যাফিলিয়েট মার্কেটিং কি?
অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে আমারা বুঝি যে কোনো কোম্পানি বা ওয়েব সাইটের বিক্রীত কোনো পণ্য যদি আমরা বিক্রি করে দিতে পারি তার বিনিময়ে কোম্পানি আমাদের যে কমিশন বা টাকা দেয় তাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। যেমন: amajon.com বা daraz.com এর কোনো পণ্য যদি আমি বা আপনি কারো কাছে বিক্রি করতে পারি তাহলে amajon.com বা daraz.com আমকে এর বিনিময়ে একটা কমিশন দিবে। এভাবে যত পণ্য বিক্রি করব ততটা পণ্যের বিনিময়ে কমিশন পাওয়াই অ্যাফিলিয়েট মার্কেটিং।
এতক্ষণ তো আমরা জানলাম অ্যাফিলিয়েট মার্কেটিং কি ? তাহলে এখন আসুন জানি অ্যাফিলিয়েট মার্কেটিং কেন করা দরকার?
অ্যাফিলিয়েট মার্কেটিং কেন করা দরকার?
অ্যাফিলিয়েট মার্কেটিং হলো অনলাইনে পণ্য প্রোমোট করে অর্থ আয় করার একটি জনপ্রিয় পদ্ধতি। বর্তমান এই ডিজিটাল যুগে খুব কম কোম্পানিই তাদের পণ্য মানুষের দ্বারে দ্বারে নিয়ে গিয়ে দেখায় বা এর সম্পর্কে বলে। সময়ের সাথে তাল মিলিয়ে এবং প্রযুক্তির উন্নয়নকে কাজে লাগিয়ে তারাও সফলতা অর্জন করছে। এখন Facebook, Instagram, Twitter, Pinterest সহ আরও অনেক Social media এবং নিজেদের Website - এর মাধ্যমে পণ্য ক্রেতাদের কাছে তুলে ধরছে । পণ্যটি কি, কেনো এটি ক্রয় করা দরকার, ক্রয় করলে ক্রেতার কি লাভ হবে ইত্যাদি বিষয়ক তথ্যাদি Social media পোস্ট করার মাধ্যমে পণ্য বিক্রি করা হয়। আর এজন্যই মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং করা হয়ে থাকে।তাই আসুন দক্ষ একজন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে ক্যারিয়ার গড়ি ও সাবোলম্বি হই।
আপনার সফল এফিলিয়েট মার্কেটিং ক্যারিয়ারের জন্য আজই ভর্তি হোন উত্তরা ইনফোটেকে!
মোবাইল: ০১৯৭০২৭৭২৩৩
ওয়েবসাইট: www.uttarainfotech.com
ফেসবুক পেজ: www.facebook.com/uttarainfotech
অফিস ঠিকানা: ৮৭, বি.এন.এস সেন্টার , ( ৬ তলা - ৬১০ নং রুম ), সেক্টর -০৭, উত্তরা, ঢাকা ১২৩০।